সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

মাগুরায় করোনা প্রতিরোধে ফ্রী নিবন্ধন চালু করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র




লেনিন জাফর, মাগুরা  প্রতিনিধি;
বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসের প্রোকপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকার কোভিড-১৯ প্রতিরোধে এর ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে। ২৫ বছর বয়স থেকে সকল নাগরিক নিবন্ধনের মাধ্যমে এই কোভিড-১৯ প্রতিরোধ ভ্যাকসিন গ্রহন করতে পারবেন। সেই কার্যক্রম আরো বেগবান করার লক্ষে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ফরিদপুর জোনের মাগুরা এরিয়ার মাগুরা সদর ব্র্যাঞ্চ ফ্রী নিবন্ধন কার্যক্রম চালু করেছে। 
২৫ বছর বয়সের উর্দ্ধে সকল নাগরিক ভোটার আইডি কার্ড ও সচল একটি মোবাইল নম্বরসহ মাগুরা সদর ব্র্যাঞ্চের মাগুরা শহরের নতুন বাজরের পদক্ষেপ অফিসে এসে ফ্রী নিবন্ধন করতে পারবেন বলে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মাগুরার অফিস সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot