🌻🌻বন্ধুরা কেমন আছেন ❓
🩺আজ আমি আপনাদের কাছে জরায়ুর টিউমার সম্পর্কে বলব।
♦️Uterine fibroids বা জরায়ুর টিউমার♦️
হোমিওপ্যাথিক চিকিৎসকগন যেখানে অতি সাফল্যের সাথে লাখ লাখ মহিলাদের জরায়ুর টিউমারকে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ঔষধের মাধ্যমে নিশ্চিতরূপে, চিরতরে নির্মূল করতে সক্ষম , সেখানে জরায়ুর টিউমার সারাতে বিপদজনক, ক্ষতিকর এবং প্রায় অনিশ্চিত অস্ত্রোপচার বা অপারেশন করাটা এই আধুনিক যুগে বোকামি ছাড়া আর কিছুই না। তাই আর অপারেশন নয়, হোমিওপ্যাথিক চিকিৎসায় জরায়ুর টিউমার সারানোর চিকিৎসা একেবারেই সাধারণ ব্যাপার।
জরায়ু হলো মেয়েদের আভ্যন্তরীন অত্যন্ত গুরুত্বপূরর্ণ প্রজনন অঙ্গ। একে আমরা ইউটেরাস বলি। একটি মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন প্রতিমাসে ঋতুস্রাব হয়। একটি নির্দিষ্ট বয়সের পরে গিয়ে যখন স্বামী-স্ত্রী একসঙ্গে থাকে, তখন জরায়ুর প্রধান কাজ হয়ে থাকে গর্ভধারণ। এর বাইরে যখন জরায়ুতে নতুন করে কোনো কিছুর বৃদ্ধি হয়, নতুন কোনো একটি মাংস পিণ্ড তৈরি হওয়া—একেই বলি টিউমার।
ইহা উৎপত্তির কারন অজানা। বন্ধ্যানারী এবং দুই একটি সন্তানের জননীদের মধ্যেই এর প্রাদুর্ভাব বেশী দেখা যায়।
আজ এ পর্যন্ত কাল জরায়ু টিউমার এর লক্ষন সম্পর্কে বলব🧐🧐।
ডা. মনিরা ইয়াসমিন (গভঃ রেজিঃ)✍ ডি.এইচ.এম.এস. ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা।
🩺যেকোনো পরামর্শ ও চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন।
👉মোবাইল নম্বর - ০১৯১৫১১৮৫৮৭,০১৭৮৯৩৮৫১২৭




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন