সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

হাতিয়ায় কোস্ট গার্ডের হাতে অস্ত্র সহ ধর খেল জল দস্যু

নোয়াখালী প্রতিনিধি

আল শাহরিয়ার শিপন 

নোয়াখালী দ্বীপ  উপজেলা হাতিয়া অস্র সহ এক জল দস্যু আটক করেছে কোস্ট গার্ড

বুধবার দিবাগত ১০ টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ও ই জল দস্যুকে আটক করে হাতিয়া কোস্ট গার্ড,এসময় ঘ ঘটনাস্থলে থেকে একটি একনল দেশি শ র্টগান তিন রাউন্ড গুলি,তিনটি অবৈধ পাইররোটেকনিক দুইটি রামদা  উদ্ধার করা হয়।

আটককৃত মো ইলিয়াস ৩৮ উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ননের মদিনা গ্রামের মৃত মো সিরাজের ছেলে।

বৃহস্পতিবার ৫ আগস্ট সকাল ১০ টায় হাতিয়া কোস্ট গার্ডে৷ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ,এস,এম লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করে ন।তিনি বলেন গতকাল বুধবার সন্ধ্যা ৬ টা র দিকে একটি গোপন সংবাদ ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল স্টেশন কামান্ডার লে,এ,এস,এম লুৎফর রহমান নেতৃত্বে ও হাতিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্রের উপস্থিত তিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে  রাত ১০ টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটা একনল দেশি শর্টগন তিন রাউন্ড গুলি তিন টি অবৈধ পাইরোটেকনিক,দুইটি রামদাসহ জলদস্যু ইলিয়াস কে আটক করে। তিনি আরও জানান এ ঘটনায় আসামি ও অস্র হাতিয়া থানায় হস্তান্তর ও কোস্ট গার্ড বাদী হয়ে  অস্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot