সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে খুনের ঘটনায় ১১ জনের নামে মামলা



মিনহাজুর রহমান মুগ্ধ 

শ্রীবরদী উপজেলা প্রতিনিধি 


শেরপুর জেলার  শ্রীবরদী উপজেলায় প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে মিজানুর রহমান ( ২৫ ) নামে এক যুবক খুনের ঘটনায় ৫ জনকে স্ব - নামে ও ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে । ৯ আগস্ট সােমবার সন্ধ্যায় । নিহত মিজানের বাবা আব্দুল মােতালেব বাদী হয়ে ওই মামলা দায়ের করেন । ওই ঘটনায় আটক বাবুল মিয়া ( ২৬ ) কে মঙ্গলবার সকালে আদালতে সােপর্দ করেছে পুলিশ । - এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান , ওই ঘটনায় আটক বাবুলসহ ৫ জনকে স্ব নামে এবং ৬ জনকে অজ্ঞাতনামা হিসেবে মােট ১১ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা রেকর্ড হয়েছে । বাবুল মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সােপর্দ করা হয়েছে । বাকী আসামিদের ধরতে অভিযান চলছে । উল্লেখ্য , শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের আনছার আলী'র তালাকপ্রাপ্ত মেয়ে আফরােজার সাথে ২/৩ বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল পার্শ্ববর্তী চাংপাড়ার মিজানুর রহমানের । এরই জের ধরে ৮ আগস্ট রাতে ওই এলাকার যুবক বাবুল মিয়া মিজানুর রহমানকে বাড়ি থেকে ডেকে প্রেমিকা আফরােজার বাড়িতে নিয়ে গেলে সেখানে মিজানুরকে কুপিয়ে হত্যা করে প্রেমিকার বাড়ির লােকজন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot