মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পরিত্যক্ত অব¯’ায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি। উপজেলার বকাপুর গ্রামের কালু মিঞার খড়ের পালা থেকে বিষ্ণু ও জগৎধাত্রী দেবীর এই দুটি মূর্তি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার বিকেলে বিজিবি-১৬ নওগাঁ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজিবি-১৬ নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রেজাউল কবীর বলেন, ‘গত ২৬ জানুয়ারি মঙ্গলবার গোপন সূত্রে জানা যায় পাচারের উদ্দ্যেশে কষ্টি পাথরের মূর্তিগুলো মহাদেবপুর উপজেলার বকাপুর গ্রামের বাসিন্দা কালু মিয়ার খড়ের পালার মধ্যে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে রাত সাড়ে ৮ টায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সদস্যদের উপ¯ি’তি টের পেয়ে পাচারকারীরা ঘটনা¯’ল থেকে পালিয়ে যায়। প্রায় সাড়ে ৭৬ কেজি বিষ্ণু মূর্তি এবং ৫৬ কেজি ওজনের জগতধাত্রী দেবীর কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।’ তিনি বলেন, ‘কষ্টি পাথরের দুটি মূর্তির আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়েরের পর মূর্তিগুলো প্রতœতত্ত¡ বিভাগে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ, ২৮.০১.২১, ০১৭১২৩৩৭২৮৩



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন