সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

মান্দায় রাস্তায় ব্যারিকেট দিয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত


 এম এম হারুন  আল  রশীদ  হীরা,   মান্দা (নওগাঁ):                              
 
নওগাঁর মান্দায় এক গ্রামীণ সড়কে ব্যারিকেট দিয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দল ক্যামেরা,নগদ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে চম্পট দেয়। বুধবার গভীর রাতে গোপালপুর-বটতলী রাস্তার কালামারা ব্রীজের মোড়ে ডাকাতির এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ইসলামি জালসা থেকে বাড়ি ফেরার পথে মুসল্লীরা ডাকাতদলের কবলে পড়েন ।
জানা গেছে, বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রাম স্বতন্ত্র ইফতেদায়ী মাদরাসার উন্নয়নকল্পে কর্তৃপক্ষ  কর্তৃক  ইসলামি জালসার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরানপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ আবু তালেব প্রামানিক।
স্থানীয়রা জানান, জালসার দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা হাবিবুর রহমানের আলোচনা শুনে বেশকিছু মুসল্লী সেখান থেকে বাড়ি ফিরছিলেন। পথে কালামারা ব্রীজের মোড়ে জালসার বক্তা হাবিবুর রহমান ও তার সহযোগী মুসল্লীদের সাথে ডাকাতদলের কবলে পড়েন।
ডাকাতদল রাস্তায় বেরিকেড দিয়ে অস্ত্রের মুখে বক্তা ও মুসল্লীদের পথরোধ করে টাকা, ক্যামেরা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজন মুসল্লীকে গাছের সাথে বেঁধে রাখে ডাকাত দল। খবর মান্দা থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছে মুসল্লীদের উদ্ধার করেন।
ভুক্তভোগী মুসল্লী নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের আশরাফুল ইসলাম ও চকসিতা গ্রামের শরিফ উদ্দিন, মান্দার ফেটগ্রাম গ্রামের বাবুল হোসেন জানান, ওইরাতে অন্তত: ১৫ জন মুসল্লী ডাকাতদলের কবলে পড়েন। ডাকাতরা চাকু ও পিস্তলের মুখে তাদের জিম্মি করে টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজনকে গাছের সাথে বেঁধে রাখা হয়। জালসার দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা হাবিবুর রহমানের একটি ক্যামেরা, মোবাইলফোন ও টাকা লুট করে নেয় ডাকাতরা।
মান্দা থানার পরিদর্শক  শাহিনুর রহমান শাহিন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তসহ আটকের জোর প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।  ।

এম এম   হারুন  আল  রশীদ  হীরা, মান্দা(নওগাঁ) প্রতিনিধি। মুঠোফোন নম্বরঃ ০১৫৫৮৪২৩৩০১; ০১৭৪৫২৩১১২৩   
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot