পুলিশ ও ¯’ানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় জেলার নিয়ামতপুর উপজেলার কাটনা গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিককে তার শ্যালকের বিবাহের পাত্রী (মেয়ে) দেখানোর জন্য মহাদেবপুর-মাতাজিহাট সড়কের হায়দ্রাবাদ এলাকায় নিয়ে যায় সোহেল। এসময় সোহেল ও তার সহযোগিরা আবু বক্কর সিদ্দিককে প্রাণনাশের ভয় দেখিয়ে তার ব্যবহৃত নীল রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল (নওগাঁ-হ-১২-১৫১৪), একটি মোবাইলফোন ও নগদ পাঁচ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ তেলিহার আদর্শ গ্রামের পুকুর পাড় থেকে সোহেলকে গ্রেপ্তার করে মোটসাইকেল ও মোবাইলফোনটি উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তোভোগী আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে উপজেলার চেরাগপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে কুখ্যাত ডাকাত আতাউর রহমান শান্তসহ ৪ জন কে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর-১৪।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃত সোহেলকে আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন