মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ছিনতায়ের আভিযোগে সোহেল রানা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার তেলিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সোহেল উপজেলার বকাপুর গ্রামের আফছার আলীর ছেলে।
পুলিশ ও ¯’ানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় জেলার নিয়ামতপুর উপজেলার কাটনা গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিককে তার শ্যালকের বিবাহের পাত্রী (মেয়ে) দেখানোর জন্য মহাদেবপুর-মাতাজিহাট সড়কের হায়দ্রাবাদ এলাকায় নিয়ে যায় সোহেল। এসময় সোহেল ও তার সহযোগিরা আবু বক্কর সিদ্দিককে প্রাণনাশের ভয় দেখিয়ে তার ব্যবহৃত নীল রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল (নওগাঁ-হ-১২-১৫১৪), একটি মোবাইলফোন ও নগদ পাঁচ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ তেলিহার আদর্শ গ্রামের পুকুর পাড় থেকে সোহেলকে গ্রেপ্তার করে মোটসাইকেল ও মোবাইলফোনটি উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তোভোগী আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে উপজেলার চেরাগপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে কুখ্যাত ডাকাত আতাউর রহমান শান্তসহ ৪ জন কে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর-১৪।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃত সোহেলকে আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
Home
Unlabelled
মহাদেবপুরে মোটরসাইকেল ছিনতায়ের আভিযোগে গ্রেপ্তার ১
মহাদেবপুরে মোটরসাইকেল ছিনতায়ের আভিযোগে গ্রেপ্তার ১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Your Ad Spot
বিস্তারিত
সত্যের পথে আমরা সবসময়। আমরা চায় জনগণের কথা তুলে ধরতে, এবং সত্যের হয়ে কাজ করতে। আমাদের এই নিউজ আপনাদের ভালো লাগলে অবশ্যয় সবার কাছে শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যয় আমাদের অফিসিয়াল পেজ অথবা ইমেইল করতে পারবেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন