সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

রাজশাহী, পবা,১নং দর্শনপাড়া ইউনিয়ন যুবলীগ কতৃক ২৫-শে মার্চ কালো রাত্রি উপলক্ষে মমবাতি প্রজ্বলন ও দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন।

 


নিজস্ব প্রতিবেদন:

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি, জনাব মোঃসারওয়ার জাহান (মিলটন),আর ছিলেন, জনাব,মোঃ শাহাদাৎ হোসেন সাব্বির, সাধারন সম্পাদক ১নং দর্শনপাড়া ইউনিয়ন যুবলীগ। 

২৫-শে মার্চ কালো রাত্রি ও শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন ১৯৭১ সালের যে সকল শহিদ জীবন দিয়েছে দেশের জন্য তাদের এই ত্যাগ জাতি কোন দিন ভুলতে পারবে না। বক্তারা আরো বলেন শহিদরা যে ভাবে দেশকে ভালোবেসে ছিল আমরা যেন দেশকে তেমনি ভালোবাসতে পারি এই শপথ  নেয়।এবং সকলের মঙ্গল  কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot