সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

শনিবার, ৭ আগস্ট, ২০২১

ভারতীয় বিস্কুট চকলেট সহ গ্রেফতার ২



মোঃ জুনেদ আহমদ 


মৌলভীবাজার জেলার সদর থানাধীন শেরপুর এলাকা থেকে বালিবাহী ট্রাক হইতে ৩৮,৪৬,৩০০/-টাকা মুল্যের ভারতীয় বিস্কুট, চকলেট সহ ০২জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ।


শনিবার (৭ অগাস্ট) সকাল ১০.১৫ ঘটিকায় ঢাকা সিলেটগামী শেরপুর চৌমোহনা সাগরিকা সুইটস্ খাবার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর র‌্যাব-৯ শ্রীমঙ্গল চেক পোস্ট স্থাপন করে।


র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর আভিযানিক দল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,একটি বালুভর্তি ভর্তি  ট্রাকে করে একটি বড় চালান নিয়ে আসছে।


প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব উক্ত স্থানে পৌঁছালে গাড়িটি সন্দেহ হলে থামার জন্য সংকেত দিলে র‌্যাবের উপস্থিত টের পেয়ে গাড়ি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃবিল্লাল (২৬), পিতা বশির উদ্দিন, সাং ইসলামপুর।থানাঃ গোয়াইনঘাট জেলাঃ সিলেট।২। মোঃআব্দুল আহাদ( ৩০) পিতাঃ আব্দুল  খালিক, সাং পীরের বাজার,থানাঃ শাহপরান,জেলাঃ সিলেটদ্বয়কে  গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে গাড়িতে বালুর ভিতরে অভিনব পন্থায় লুকায়ীত ভারতীয় বিভিন্ন বিস্কুট চকরেট পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক- ৩৮,৪৬,৩০০/- টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার ব্যবসায়ী। ধৃত আসামীরা আরো জানায় যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশে আসা সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকের মাধ্যমে বিভিন্ন পরিবহনের আড়ালে বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।  


এছাড়াও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-৯ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে। 

 

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে সংশ্রিষ্ঠ থানায় প্রেরন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot