আসসালামু আলাইকুম।
কেমন আছেন 
গতকাল জরায়ু টিউমার টা কি তা বলেছিলাম তো চলুন জেনেনি জরায়ু টিউমার এ কি কি লক্ষন থাকে।
অনেক মহিলা কোনও উপসর্গ অনুভব করেন না এমনকি যদিও তাঁদের জরায়ুতে ফাইব্রয়েড রয়েছে। যাই হোক, অন্যান্য মহিলাদের ক্ষেত্রে, জরায়ু-সংক্রান্ত ফাইব্রয়েডগুলি অস্বস্তিকর বা বেদনাদায়ক উপসর্গ ঘটাতে পারে, যেমনঃ
১. রজঃস্রাব বা মাসিকগুলির মধ্যবর্তী কালে রক্তপাত (মেট্রোরেজিয়া বা জরায়ু থেকে অস্বাভাবিক, দীর্ঘস্থায়ী এবং অনিয়মিতভাবে হওয়া অত্যধিক রক্তপাত, স্পটিং বা মহিলাদের নিয়মিত মাসিকের সময়ের বাইরে অপ্রত্যাশিত রক্তপাত অথবা স্বাভাবিক মাসিকের সময় ছাড়া মধ্যবর্তী সময়ে রক্তপাত হিসাবে পরিচিত)।
২. অত্যধিক রক্তপাত অথবা বেদনাদায়ক রজঃস্রাব ।
৩. অ্যানিমিয়া অর্থাৎ, রজঃস্রাব বা মাসিকের সময় অত্যধিক রক্তপাতের কারণে হিমোগ্লোবিন বা লোহিত (লাল) রক্তকোষগুলির হ্রাস (কম হওয়া)।
৪. মূত্রথলির উপরে ফাইব্রয়েডের চাপ দেওয়ার দ্বারা ঘটা চাপের কারণে প্রস্রাবের বর্ধিত পুনরাবৃত্তি।
৫. পিঠের নীচের অংশে ব্যথা।
৬.অসুবিধাজনক মল বা পায়খানার নড়াচড়া অথবা কোষ্ঠকাঠিন্য।
৭. পেটে (তলপেট) “ভরাভাব”-এর একটা অনুভূতি। কোনও কোনও সময় এটাকে “পেলভিক প্রেসার”ও বলা হয়।
৮. যৌনমিলন কালীন ব্যথা।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন