সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

সোমবার, ৯ আগস্ট, ২০২১

যশোর বেনাপোল ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী আটক-১



মোঃ জমির হোসেন

যশোর জেলা প্রতিনিধি


যশোরের বেনাপোলে থেকে ৬০ বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ হায়দার আলী (৫৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা সদস্যরা।


সোমবার(৯আগস্ট)সন্ধার দিকে বেনাপোল পোর্ট থানাধীন অভিযান পরিচালনা করে বেনাপোল উত্তরপাড়া আসামীর নিজ বসতবাড়ির উঠানের উপর থেকে ইজিবাইকে মাদক সহ আটক করা হয়।

আটকৃত আসামী বেনাপোল উত্তরপাড়ার হোল্ডিং নাং ১৩১মৃত নুরুজ্জামানের ছেলে।


যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপম সরকার জানান, এসআই শাহীনূর রহমান, এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল উত্তরপাড়া সাকিনস্থ গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ির উঠানের উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ইজিবাইকের মূল্য ৩,৪০,০০০/= (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা।আকৃত আসামী কে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে পোর্টথানায় সৌপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot