শ্রীবরদী প্রতিনিধি
মিনহাজুর রহমান মুগ্ধ
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে, লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খােলা রাখার অভিযােগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা করার ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হামলা চালিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্তব্যরত আইন - শৃঙ্খলারক্ষা বাহিনীর উপর । ৪ আগস্ট বুধবার দুপুরে উপজেলার ঝগড়ারচর বাজারে ওই ঘটনা ঘটে । হামলায় আহতরা হলেন ময়মনসিংহ বিজিবি -৩৯ ব্যাটালিয়ানের সদস্য রুবেল খন্দকার ( ৩৫ ) ও সবুজ ( ২০ ) এবং শ্রীবরদী থানার এএসআই আজহারুল হক ( ৩৬ ) ও কনস্টেবল জান্নাত ( ২৫ ) । তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । অন্যদিকে ওইসময় লিটন মিয়া নামে স্থানীয় এক কাপড় ব্যবসায়ীও আহত হয়েছেন । ব্যবসায়ীদের দাবি , অযৌক্তিকভাবে জরিমানা আদায়ের প্রতিবাদ করায় কাপড় ব্যবসায়ী লিটন মিয়া আইন - শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে লাঞ্ছিত হওয়ার কারণেই তারা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন ।জানা যায় , বুধবার বেলা ১২ টার দিকে চলমান লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাে . আল আমিন ও সানাউল মাের্শেদের নেতৃত্বে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । ওইসময় দোকান খােলা রাখায় স্থানীয় ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয় । এরপর ভ্রাম্যমাণ আদালতের টিম আইন - শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাজার ত্যাগ করার সময় ব্যবসায়ীরা লকডাউন উপেক্ষা করে জড়াে হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে । তাদের নিবৃত করতে বিজিবি ও পুলিশ সদস্যরা এগিয়ে গেলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে ইট - পাটকেল নিক্ষেপ করতে থাকে । এতে বিজিবি ও পুলিশের ৪ সদস্য রক্তাক্ত হয় । ওই ঘটনায় আহত হওয়া স্থানীয় ব্যবসায়ী লিটনের দাবি , ভ্রাম্যমাণ আদালত চলাকালে তার দোকান বন্ধ ছিল । তিনি দোকানের সামনে মাস্ক বিক্রি করছিলেন । ওইসময় বিনা কারণে বিজিবি সদস্যরা তাকে মারধর করেন । ওই বিষয়ে ঝগড়ারচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমাছ আলী বলেন , কাপড় ব্যবসায়ী লিটনকে মারধর করার খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেন এবং তাতেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে ।এদিকে ঘটনার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মাের্শেদ জানান , লকডাউন অমান্য করে দোকান খােলা রাখার খবর পেয়ে ঝগড়ারচর বাজারে ৪ টি দোকানে জরিমানা করা হয় । পরে সেখানকার কিছু অসাধু ব্যবসায়ীরা স্থানীয়দের ইন্ধন দিয়ে গুজব রটায় যে , ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন বিনা কারণে জরিমানা করছে । সেইসাথে তারা মাইকিং করে লােকও জড়াে করেন । ওই ইন্ধনের কারণেই সেখান থেকে ফিরে আসার সময় পেছন থেকে স্থানীয় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে আইন - শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় ও ইটপাটকেল ছুড়ে । ওই হামলার ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বলেন , ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কাউকে মারধর করা হয়নি । বরং প্রশাসন ও আইন - শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত সহনশীলতার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন । ওই ঘটনায় কেবল স্থানীয় ব্যবসায়ীরাই নয় , কতিপয় দুস্কৃতকারীও জড়িত রয়েছে । কাউকেই ছাড় দেওয়া হবে না । এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন , ওই ঘটনার পরপরই ঝগড়ারচর বাজারে পুলিশ মােতায়েন করা হয়েছে । দোকানপাট বন্ধসহ স্থানীয় পরিস্থিতি এখন শান্ত রয়েছে । আর ওই ঘটনায় নিয়মিত মামলা গ্রহণের প্রস্তুতি চলছে ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন