সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বুধবার, ৪ আগস্ট, ২০২১

সিআরবি ইস্যুতে আ’লীগের অবস্থান সুস্পষ্ট নয়


ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:-
সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে জেলা প্রশাসককে স্বারকলিপি শেষে সাংবাদিকদের ডা. শাহাদাত হোসেন


চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন নগরীর ফুসফুস খ্যাত সিআরবিতে রেলওয়ে ও ইউনাইটেডের যৌথ অংশীদারিত্বে প্রস্তাবিত হাসপাতাল বিষয়ে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ বিরোধিতা করলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অবস্থান এখনো সুস্পষ্ট নয় বলে দাবি করেছেন।

তিনি বলেন, সিআরবি চট্টগ্রামের মানুষের আবেগ ও ইতিহাস ঐতিহ্যের স্থান। এখানে রয়েছে মুক্তিযুদ্ধের শহীদ আবদুর রবের সমাধি। সমাধি ভেঙে, প্রাকৃতিক সৌন্দর্য্য ধংস করে হাসপাতাল নির্মাণের অপচেষ্টা চলছে। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তাদের অবস্থান এখনো স্পষ্ট করেনি। তাঁরা কি হাসপাতালের পক্ষে নাকি বিপক্ষে? তাদের এই অস্পষ্টতা থেকে অনুমান করা যায় ভিতরে ভিতরে তাঁরা হাসপাতাল নির্মাণের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু বীর চট্টলার জনগণ সিআরবি ধংস করে কোনো হাসপাতাল মেনে নিবে না।

তিনি আজ বুধবার (৪ আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। জেলা প্রশাসক স্বারকলিপি গ্রহন করে প্রধানমন্ত্রীর কাছে পৌছে দিয়ে এ বিষয়ে অবহিত করার আশ্বাস দেন।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম.এ আজিজ, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, মৎস্যজীবি দলের আহবায়ক হাজ্বী নুরুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু মারুফুল হক চৌধুরী প্রমুখ।                                                                                                                                         


স্বারকলিপি নিম্নরূপ

মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিষয় : চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যম-িত ঐতিহাসিক সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের আহ্বান।

মাধ্যম : জেলা প্রশাসক, চট্টগ্রাম।
মাননীয় প্রধানমন্ত্রী,

চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপানাকে শুভেচ্ছা। আপনি নিশ্চয় অবগত আছেন, পাহাড়-নদী-সাগরঘেরা বন্দরনগরী চট্টগ্রাম বিশ্বের নান্দনিক কয়েকটি শহরের একটি হিসেবে সারাবিশ্বের পর্যটক মহলের দৃষ্টি আকর্ষণ করে। এই চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য হাজার-হাজার বছরের। পাহাড়, ছায়া দেওয়া বৃক্ষ, নদীর কলতান, সাগরের ঢেউয়ের গর্জন- সবই চট্টগ্রামের ঐতিহ্য। প্রকৃতি অকাতরে দিয়েছে চট্টগ্রামকে, প্রকৃতির অপূর্ব সৃষ্টি চট্টগ্রাম।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পাহাড়-নদী-সাগরের কোলঘেঁষে গড়ে ওঠা চট্টগ্রাম শহরের প্রাকৃতিক সৌন্দর্য্য আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অব্যাহতভাবে কাটা হচ্ছে পাহাড়। নদী দখল হচ্ছে। এই শহর থেকে হারিয়ে গেছে জলাশয়। শিশুদের খেলার মাঠ হারিয়ে গেছে। অবসর সময়ে দু’দ- শান্তির শ্বাস নেওয়ার কোনো জায়গা আজ আর এই শহরে অবশিষ্ট নেই। চট্টগ্রাম শহর এখন ইট-পাথরের জঞ্জালে পরিণত হয়েছে। আমরা কোনো রাজনৈতিক বিতর্কে যেতে চাই না। এর জন্য কে দায়ী আর কে দায়ী নয়, সেই আলোচনা আমরা অমূলক মনে করি, আমরা শুধু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই আমাদের প্রাণের শহরে।

এতকিছুর পরও চট্টগ্রামে একটি জায়গা আছে সিআরবি, যা চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে সর্বশেষ একমাত্র উদ্যান, যেখানে নানা বয়সী, নানা শ্রেণি-পেশার মানুষ গিয়ে একটু প্রাণভরে নিঃশ্বাস নিতে পারে। চট্টগ্রাম শহরে আজ কোনো উন্মুক্ত পার্ক নেই। বাণিজ্যিকীকরণের থাবায় হারিয়ে গেছে সকল মাঠ-উদ্যান। বিপ্লব উদ্যানকে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হয়েছে। আগ্রাবাদ জাম্বুরি মাঠকে ইট-পাথরের কৃত্রিম পার্ক বানানো হয়েছে। লালদিঘীর পাড়ে গড়ে ওঠেছে নানা স্থাপনা। ডিসি হিলের দুয়ার বন্ধ আমলাতান্ত্রিক সিদ্ধান্তে। তাহলে মানুষ যাবে কোথায়, কোথায় গেলে মানুষ একটু প্রাণভরে শ্বাস নিতে পারবে ?

মানুষের প্রাতঃভ্রমণ, বেড়ানো, শিশু-কিশোরদের ঘুরে বেড়ানোর সর্বশেষ উন্মুক্ত স্থান সিআরবিও আজ আর অক্ষত থাকছে না। পাবালিক-প্রাইভেট পার্টনারশীপের (পিপিপি) আওতায় সিআরবিতে যে হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে চট্টগ্রামবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। গত একমাস ধরে চট্টগ্রামের আপামর মানুষ, দলমত নির্বিশেষে সবাই সিআরবিতে গিয়ে হাসপাতাল প্রকল্প বাতিল করে সিআরবিকে রক্ষার আকুতি জানাচ্ছেন। কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এখনও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি চট্টগ্রামবাসীর আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল এবং সমব্যাথী।

এর প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে চট্টগ্রামবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে হাসপাতাল-মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের প্রকল্প বাতিল করে সিআরবি রক্ষার আকুল আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু কারণ ও প্রস্তাবনা দলের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে।

১. সিআরবি সিডিএ’র মাস্টারপ্ল্যানের আওতাভুক্ত একটি সংরক্ষিত এলাকা। এটি হেরিটেজের অংশ। বাংলাদেশের সংবিধানে হেরিটেজ রক্ষার বাধ্যবাধকতা আছে। কোনো সংরক্ষিত এলাকায়, প্রতœতাত্ত্বিক নিদর্শন আছে এমন এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণ কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। এটি ইতিহাস-ঐতিহ্য ধ্বংসের শামিল।

২. সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) সহ পুরো এলাকা ব্রিটিশ বিরোধী আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত। এখানে মুক্তিযুদ্ধে ৯ জন শহীদের কবর আছে। শহীদের সমাধির ওপর কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot