সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বুধবার, ১১ আগস্ট, ২০২১

আশ্রয়ণ প্রকল্প পুনর্বাসিত ভূমিহীন, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ সংক্রান্ত ৯ দফা তথ্য চেয়ে বগুড়া জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে সুজন কমিটি



স্টাফ রিপোর্টার মোছাব্বর হাসান মুসাঃ  আশ্রয়ণ প্রকল্প পুনর্বাসিত ভূমিহীন, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ সংক্রান্ত অনিয়ম-দুর্নীতির সম্পর্কে  ৯ দফা তথ্য চেয়ে সুজন- সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ  বগুড়া জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে। বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখায় তথ্য অধিকার আইন ২০০৯ এর ৮(১) ধারা অনুযায়ী ৯ টি বিষয়ে তথ্য চেয়ে পৃথক পৃথক ভাবে ১৫ জন  সজুন- সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সদস্য আবেদন করেছে। 

৯ দফা তথ্যের মধ্যে ( ১)নং তথ্যে যা জানতে চেয়েছেন সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ভূমিহীন, গৃহহীন মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে দুই শতক জমির মালিকানাসহ দুর্যোগ সহনীয় সুদৃশ্য রঙিন টিন শেডের সেমি পাকা বাড়ি প্রদান কর্মসূচি প্রকল্পের নাম ও দ্বায়িত্ব প্রাপ্ত সংস্থার নাম( ২)প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সরকারি নির্দেশিকা(৩) বগুড়া জেলায় কয়টি প্রকল্প আছে এবং উপজেলা ভিত্তিক কতগুলো বাড়ি তৈরি হবে বা হয়েছে (৪)প্রতিটি বাড়ি তৈরির প্রকল্প ব্যয় কত, বগুড়া জেলায় মোট কত টাকা  বরাদ্দ এসেছে এবং কত টাকা ব্যয় হয়েছে( ৫) প্রকল্পের উপজেলা ভিত্তিক অনুমোদিত নকশা( ৬)প্রকল্পের বর্তমান অবস্থা,  কতগুলো বাড়ি তৈরি হয়েছে, বাড়ি দুর্যোগ সহনীয় কি না, কতগুলো বাড়ি ইতিমধ্যে ভেঙে পড়েছে, কতগুলো বাড়ি পুনর্নির্মাণ করা হয়েছে বা হবে এবং কতগুলো বাড়ি মেরামত হয়েছে বা হবে।(৭) ভেঙে পড়া বাড়ি কিভাবে পুনঃ নির্মাণ বা মেরামত করা হবে এবং এর জন্য কোন অর্থ বরাদ্দ আছে কি না(৮)কতটি প্রকল্পের রাস্তা, বিদ্যুৎ, পানি সরবরাহের কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমান অবস্থা কি(৯)এই প্রকল্পের কাজে কোন অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা,  দুর্নীতি হয়ে থাকলে কি ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের নাম পদমর্যাদা জানতে চেয়ে আবেদন করেছে সুজন বগুড়া কমিটির নেতৃবৃন্দ। তথ্য অধিকার আইন ২০০৯ এর ৯ ধারা অনুযায়ী আগামী ২০ কার্যদিবসের মধ্যে উপরোক্ত তথ্যগুলো প্রদানের জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot