আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:নওগাঁর 'মান্দা উপজেলা প্রেস ক্লাব' এর উদ্যোগে কোভিড ১৯ সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার (৪এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ করেন মান্দা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক।
এসময় উপস্থিত ছিলেন- মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্বাস আলী, সাধারন সম্পাদক আপেল মাহমুদ হ্যাপী, সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল সম্রাট ও বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক রায়হান আলী, অর্থ সম্পাদক সুলতান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াসিম রাজুসহ অন্যরা।
পরে উপজেলার তিনমাথা মোড়, মেডিকেল মোড় ও ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে প্রায় তিনশতাধিক মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক সাধারন মানুষকে করোনা ভাইরাসের ক্ষতিকর বিষয়ে সচেতন এবং মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদান করেন।
মান্দা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্বাস আলী বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ছে। সরকারের তরফ থেকে বিভিন্ন ভাবে করোনা সচেতনতামুলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে জনসমাগম এড়িয়ে চলা এবং মাস্ক ব্যবহারের পরামর্শ প্রদান করা হচ্ছে। সচেতনার অভাবে মানুষ এখনো মাস্ক ব্যবহার করছেন না। উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণসহ সচেতনা করা হচ্ছে। সবার কাছে অনুরোধ মাস্ক ব্যবহার করুন। নিজে সচেতন হোন, অপরকে সচেতন থাকতে উৎসাহ প্রদান করেন তিনি।
রবিবার, ৪ এপ্রিল, ২০২১
Home
Unlabelled
মান্দা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ
মান্দা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Your Ad Spot
বিস্তারিত
সত্যের পথে আমরা সবসময়। আমরা চায় জনগণের কথা তুলে ধরতে, এবং সত্যের হয়ে কাজ করতে। আমাদের এই নিউজ আপনাদের ভালো লাগলে অবশ্যয় সবার কাছে শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যয় আমাদের অফিসিয়াল পেজ অথবা ইমেইল করতে পারবেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন