বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও আলোচনা সভা আজ সকাল ১০ টায় রাণীনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে কেক কাটা ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ আত্রাই-রাণীনগর এর স্থানীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সাংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।
তিনি বলেন- বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস। বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন কীভাবে শত বাধা-বিপত্তি পেরিয়ে লক্ষ্যে পৌঁছানো যায়।
তার দেখানো পথেই তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে করোনা মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে।
তিনি আরি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনের মাধ্যমে দেশকে সোনার বাংলায় পরিণত করাই হোক
মুজিববর্ষে সকলের অঙ্গীকার। তার নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী,ত্যাগী ও আদর্শবাদী।
আজ ১৭ মার্চ (বুধবার)। বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস।
১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ভারতবর্ষের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।
বাঙালি তাদের এই নেতাকে স্মরণ রাখতে তার জন্মদিনে প্রতিবছরের ১৭ মার্চ পালন করেন জাতীয় শিশু দিবস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বারেক মোল্লা, সহ-সভাপতি মোঃ আবুল হাসনাত খান হাছান চেয়ারম্যান,
সাধারণ সম্পাদক ও রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গোলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক ও রাণীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জারজিজ হাসান মিঠু,রাণীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন জয় প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ একেএম মোহসীন খাঁন।
সাংবাদিক ওমর ফারুক



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন