সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বুধবার, ১৭ মার্চ, ২০২১

চব্বিশ নগর বাজারে রাস্তার দুপাশে ড্রেন চাই, বৃষ্টি হলেই আসবে পানি নিষ্কাশনের সমস্যা


নিজস্ব প্রতিবেদন: 

রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় চব্বিশ নগর বাজার। প্রতিদিন হাজারো লোকের আনাগোনা এই জায়গায়। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবিছুই রয়েছে এই বাজারে। দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্যোগে রাজশাহী কাশিয়াডাঙ্গা হতে চাপায় নাওয়াবগঞ্জ আমনুরা পর্যন্ত যেই সড়ক এর কাজ বাস্তবায়ন চলছে। সেই রাস্তার দুই পাশে ড্রেন এর ব্যবস্থা করে দিলো ভালো হতো বলে জানিয়েছেন এলাকাবাসী। কিছু কিছু জায়গায় মোড়ে এবং গ্রামের ভিতরে রাস্তার পাশে ড্রেন থাকলেও অনেক জায়গাতেই এই ড্রেন চোখে পড়ছে না। এলাকাবাসীরা জানিয়েছেন যে সামনে বৃষ্টি বাদলের দিন আসছে, এই সময় এ ড্রেন না করে দিলে এলাকার বাড়ি ঘরের পানি বের হতে পারবে না। দুই পাশের বাড়ি ঘর এবং দোকানপাট রাস্তার চেয়ে অনেক উঁচু। বৃষ্টি হলেই পানি রাস্তায় জমে থাকবে এবং হাঁটা চলার সমস্যা হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন চব্বিশ নগর এলাকাবাসীরা। তাই দ্রুত এই ড্রেন এর ব্যাবস্তা করে দেওয়ার জন্য অনুরোধ প্রকাশ করছেন চব্বিশ নগর এলাকাবাসী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot