সোহেল রানা, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাক্স ব্যবহার নিশ্চিত করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় করোনার প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাক্স বিতরণ করা হয়। থানা পুলিশের সহযোগীতায় এদিন বিকেলে মহাদেবপুর সদরের মাছ চত্বর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন ও পথচারীদের মাক্স ব্যবহার বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও। এসময় মাক্স পরিধান না করায় ১৩ টি মামলায় ১১’শ টাকা জরিমানা করেন আদালতের বিচারক মিজানুর রহমান মিলন। গত মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় এবং ¯’ানীয়দের মাঝে মাস্ক বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন। এ ছাড়াও থানা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পথসভা, মোটরসাইকেল শোভাযাত্রা এবং জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম ও থানার ওসি আজম উদ্দীন মাহমুদ। এদিকে, জরিমানার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ¯’ানীয় হাট-বাজারগুলোতে মাক্স বিক্রির হিড়িক পড়ে যায়। এতে ¯’ানীয়রা আবারও মাক্স ব্যবহার শুরু করে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান মিলন বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনার আলোকে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন