সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

মহাদেবপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার নলবল গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কারিমা আক্তার (১৯)। তিনি উপজেলার চেরাগপুর ইউনিয়নের নলবল গ্রামের আনছার আলীর স্ত্রী। বৃহস্পতিবার সকাল ৯ টায় মহাদেবপুর থানা পুলিশ ওই গৃহবধূর শয়ন ঘর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় পুলিশ ওই গৃহবধূর স্বামী আনছার আলীকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও ¯’ানীয় সূত্র জানায়, গৃহবধুর স্বামী কৃষিকাজ করেন। বৃহস্পতিবার ভোরে তিনি তার স্ত্রীকে ঘরে একা রেখে ফসলের মাঠে কাজ করতে যান। আনছার আলীর দাবি, তার স্ত্রী একাই ঘরে ছিলেন। মাঠের কাজ শেষে তিনি বাড়ি ফিরে ঘরের মধ্যে স্ত্রীকে মৃত অব¯’ায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ তার স্ত্রীর লাশ উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, ‘আনছার মাদকাসক্ত। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলতে থাকে। গত বুধবার দিবাগত রাতে আনছার ও কারিমার ঝগড়ার শব্দ তিনি শুনেছেন।’


গৃহবধূর লাশ উদ্ধার ও স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দীন মাহমুদ। তিনি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ মামলা দায়েরের প্র¯‘তি চলছে।’#

মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot