সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

ছাত্রলীগ সভাপতিকে হাতুড়িপিটা করল কলেজ ছাত্র!

 

জীবন শেখ, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগ সভাপতিকে হাতুড়িপিটা করল কলেজ ছাত্র!
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মনোব্বর হোসেন কে হাতুড়িপিটা করে হাসপাতালে পাঠাল কলেজ ছাত্র তমাল। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি)  রাত ৯ টার দিকে ইউনিয়নের ছাতিয়ান গ্রামের আফসার মাস্টারের পুকুরপাড় এলাকায় এঘটনা ঘটে। আহত মনোব্বর হোসেন ওই এলাকার ওমর আলীর ছেলে এবং তমাল একই ইউনিয়নের এতমামপুর গ্রামের আওয়ামীলীগ সমর্থিত মতলেবের ছেলে ও চৌরঙ্গী মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেনির ছাত্র।
আহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, স্থানীয় কিশোর গ্যাং নেতা তমাল তার কিছু বন্ধু নিয়ে ছাতিয়ান এলাকায় ঘুরাঘুরি করে মেয়েদের ইভটিজিং ও পাশের ফাকামাঠে নেশা করত। মঙ্গলবার বিকেলে ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মনোব্বর তমালদের নিষেধ করলে তর্কবিতর্ক হয়। পরে রাত ৯ টার দিকে ছাতিয়ান ব্রীজ থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে অবসর প্রাপ্ত স্কুল মাস্টার আফসারের পুকুরপাড় এলাকায় পৌছালে পূর্বে থেকে উৎপেতে থাকা তমাল ও তার গ্যাং হাতুড় দিয়ে এলোপাতাড়ি পিটানো শুরু করে।এসময় মনোব্বর শোড় চিৎকার করলে স্থানীয় ছুটে আসলে তমালরা পালিয়ে যায়। পরে আহতের স্বজনরা কুমারখালী হাসপাতালে নিয়ে গেলে ১০ টা শেলাই দেওয়া হয়।
এবিষয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, মাথার সামনে ও বাম সাইডের দিকে হাতুড়ীর আঘাত রয়েছে।তার মাথায় ১০ টা সেলাই দেওয়া হয়েছে। কিশোর গ্যাং নেতা তমালের বাবা মুঠোফোনে বলেন, শুনলাম তমাল মারামারি করেছে।বিষয়টি দুঃখজনক।ওন শাস্তি হওয়া দরকার।
এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot