সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অপর ট্রাকের দুলাভাই ও শ্যালক নিহত

 


জীবন শেখ, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের সাথে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার দুলাভাই শ্যালক নিহত হয়েছেন।
আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) ভোর ৫টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারো মাইল সাহার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক চালক মো. রাশেদ (৩৫) যশোর জেলার পাঁচবাড়িয়ার আবুল হোসেনের ছেলে ও হেলপার মো. ইয়ামিন (৩২) একই এলাকার ছইর উদ্দিনের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন আপডেট কুষ্টিয়াকে জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভেড়ামারা বারোমাইল নামক স্থানে পৌঁছালে বিশ্রামের উদ্দেশ্যে গাড়িটি এক সাইডে রেখে ভিতর ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার। এসময় বিপরীত দিক পাবনা থেকে ছেড়ে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের ভিতর থাকা ঘুমন্ত অবস্থায় চালক ও হেলপারের মৃত্যু হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot