সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

রাণীনগরে এ্যাম্পুলসহ মাদক কারবারী আটক

 



রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নেশাজাতীয় ১৭ টি এ্যাম্পুলসহ এলাকার চিহ্নিত মাদক কারবারী রিন্টু (২৮) কে আটক করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সদরের রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রিন্টুর বিরুদ্ধে রাণীনগর থানায় চারটি মাদক ও একটি চুরি মামলা রয়েছে। রিন্টু উপজেলার সদরের পূর্ব বালুভরা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার সদরের রেল স্টেশন এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় রিন্টুকে নেশাজাতীয় ১৭ টি এ্যাম্পুলসহ আটক করা হয়। এ ঘটনায় রিন্টুর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরো জানান, রিন্টু এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধী। তার বিরুদ্ধে রাণীনগর থানায় চারটি মাদক এবং একটি চুরি মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot