মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : প্রকৃতির পালাবদলে এসেছে ঋতুরাজ বসন্ত। ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্তের এই আমেজ শুধু কি প্রকৃতি, সেই সঙ্গে রাঙিয়েছে মানুষের মনও! ‘বাসন্তী বাতাসের রঙিন মেলায়, মন ছুঁয়ে যাক খুশির দোরায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার ঘ্রাণে প্রাণো”ছল উপজেলা চত্বর। বসন্তের নানা রঙে রাঙিয়ে উপজেলা লেডিস ক্লাবের সদস্যরা নিজেদের অনন্য সাজে প্রকাশ করেছেন। সেই সাথে বর্ণিল পিঠার মিষ্টতায় ছেয়ে গেছে উপজেলা ক্যাম্পাস। শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে বসন্তবরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছে পুরো আয়োজন।
মহাদেবপুর উপজেলা লেডিস ক্লাবের সভাপতি জেইন ইফফাত লগ্ন’র সভাপতিত্বে নওগাঁ জেলা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী তাহমিনা শারমিন এতে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে উৎসবের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন। নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তার সহধর্মিনী মাহিম সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিনী জ্যোতির্ময়ী বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এর সহধর্মিনী কামরুন নাহার, ইউএনও মিজানুর রহমান মিলন, কৃষিবিদ অরুন চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন, ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা কৃষি অফিসারের সহধর্মিনী পপি রানী দাস, মহিলা বিষয়ক অফিসার আমিনা খাতুন প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাতেখড়ি নওগাঁর সভাপতি নওরীন অকতার শারমিন। উদ্বোধন শেষে উপ¯ি’ত সকলকে বিভিন্ন প্রকার পিঠা-পায়েস আপ্যায়ন করান উপজেলা লেডিস ক্লাবের সভাপতি জেইন ইফফাত লগ্ন। পরে ¯’ানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ, ১৪.০২.২১, ০১৭১২৩৩৭২৮৩
রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
Home
Unlabelled
নওগাঁর মহাদেবপুরে বাসন্তী সাজে পিঠার ঘ্রাণে প্রাণো”ছল উপজেলা চত্বর
নওগাঁর মহাদেবপুরে বাসন্তী সাজে পিঠার ঘ্রাণে প্রাণো”ছল উপজেলা চত্বর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Your Ad Spot
বিস্তারিত
সত্যের পথে আমরা সবসময়। আমরা চায় জনগণের কথা তুলে ধরতে, এবং সত্যের হয়ে কাজ করতে। আমাদের এই নিউজ আপনাদের ভালো লাগলে অবশ্যয় সবার কাছে শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যয় আমাদের অফিসিয়াল পেজ অথবা ইমেইল করতে পারবেন।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন