রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির ব্যবস্থাপনায় নওগাঁর রাণীনগর উপজেলায় ‘করোনাকালীন কিন্ডারগার্টেন শিক্ষা ভাবনা’ শীর্ষক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাণীনগর শিক্ষক সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সৃষ্টি মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।
রাণীনগর ক্যামব্রিয়ান প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এমএ খালেকুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান বিপ্লব। এছাড়াও অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, করোনাকালে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট স্কুলে রুপান্তরকরণের লক্ষ্যে গুরুত্বারোপ করেন। সম্মিলিত প্রয়াসে যে কোন বিপর্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। করোনাকালে শিক্ষাসেবা শিক্ষার্থীদের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার অনুমোদিত সকল পন্থা অনুসরণের জন্য উপস্থিত কিন্ডারগার্টেন মালিক ও প্রতিষ্ঠান প্রধানবৃন্দদের আহ্বান জানানো হয়। এছাড়া বিকল্প উপায়ে অর্থনৈতিক প্লাটফর্ম গড়ে তোলার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন
বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
Home
Unlabelled
রাণীনগরে করোনাকালীন কিন্ডারগার্টেন শিক্ষা ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাণীনগরে করোনাকালীন কিন্ডারগার্টেন শিক্ষা ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Your Ad Spot
বিস্তারিত
সত্যের পথে আমরা সবসময়। আমরা চায় জনগণের কথা তুলে ধরতে, এবং সত্যের হয়ে কাজ করতে। আমাদের এই নিউজ আপনাদের ভালো লাগলে অবশ্যয় সবার কাছে শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যয় আমাদের অফিসিয়াল পেজ অথবা ইমেইল করতে পারবেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন