সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

মহাদেবপুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত



মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন বøক (প্রদর্শনী) এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের ডিমজাওন মাদ্রাসা প্রাঙ্গণে ‘বারি সরিষা-১৪’ এর বীজ উৎপাদন ও প্রদর্শনের উপর এ মাঠ দিবসের আয়োজন করা হয়। মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় এতে সভাপতিত্ব করেন। এসময় উপ¯ি’ত ছিলেন- উপজেলা যুবলীগের আহŸায়ক গোলাম রেজাউন নবী আনসারী বাবু, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মীর আমজাদ হোসেন, উপ সহকারী কৃষি অফিসার মকিম উদ্দিন দেওয়ান, আব্দুল মমিন, আবু সাঈদ প্রমুখ। এলাকার শতাধিক নারী-পুরুষ কৃষক এতে অংশ নেন।
কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষকদের জ্ঞান ও দক্ষতার উন্নয়ন হবে। ফলে মানসম্পন্ন বীজ উৎপাদন বৃদ্ধি পাবে এবং তা সহজলভ্য হবে।’#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ, ১০.০২.২১, ০১৭১২৩৩৭২৮৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot