মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২ টায় মহাদেবপুর-পোরশা আঞ্চলিক সড়কের কুঞ্জবন এলাকার কালাম ব্রিকস্ এর সামনে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম আজিজুল হক (৪৮)। তিনি জেলার পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতুয়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে। আহত ব্যক্তি হলেন সাজ্জাদ হোসেন (৪২)। তিনি একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও ¯’ানীয় সূত্রে জানা যায়, আজিজুল ও সাজ্জাদ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুর যা”িছলেন। পথিমধ্যে কুঞ্জবন এলাকার কালাম ব্রিকস্ এর সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। পরে আজিজুল ঘটনা¯’লেই মারা যান। ¯’ানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যান সাজ্জাদ। তিনি সেখানে চিকিৎসাধী রয়েছেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ, ১১.০২.২১, ০১৭১২৩৩৭২৮৩
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
Home
Unlabelled
মহাদেবপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ১
মহাদেবপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Your Ad Spot
বিস্তারিত
সত্যের পথে আমরা সবসময়। আমরা চায় জনগণের কথা তুলে ধরতে, এবং সত্যের হয়ে কাজ করতে। আমাদের এই নিউজ আপনাদের ভালো লাগলে অবশ্যয় সবার কাছে শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যয় আমাদের অফিসিয়াল পেজ অথবা ইমেইল করতে পারবেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন