মো: সাগর হাওলাদার ঝালকাঠি প্রতিনিধি:
অক্সিজেন সরবরাহের ঘাটতি মেটাতে গত বছরের ২৫ নভেম্বর এখানে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা স্থাপনের কাজ শুরু হয়। ১০০ শয্যার এই হাসপাতালে তিন কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের কাজ পেয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সপেক্টা ইন্টারন্যাশনাল লিমিটেড। ১০ হাজার ৪৩৪ লি. ধারণ ক্ষমতা সম্পন্ন এই প্লান্টের কাজ শেষ হলে এর ট্যাংকিতে একবার লিকুইড ভরা হলে তা থেকে উৎপাদিত অক্সিজেন ১০০ জন রোগী তিন মাস ব্যবহার করতে পারবেন।এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা করোনা রোগীর স্বজন আমির উদ্দিন বলেন, ‘সেন্ট্রাল অক্সিজেন না থাকায় অতিমাত্রার শ্বাসকষ্টের অনেক রোগীদের বরিশাল যেতে বলা হয়।’
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট আবুয়াল হাসান বলেন, ‘সেন্ট্রাল অক্সিজেন না থাকায় চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে।’
ঝলকাঠি সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করার জন্য বারবার তাগিদ দেয়া হয়েছে। কাজের ধীরগতির বিষয়টা স্থানীয় স্বাস্থ্য প্রকৌশল বিভাগকেও জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে এই প্ল্যান্টের অক্সিজেন উৎপাদন চালু না থাকায় প্রতিদিন হাসপাতালের জন্য ২০টি বড় সিলিন্ডারে করে বরিশাল থেকে অক্সিজেন আনতে হচ্ছে।’
এক্সপেক্টা ইন্টারন্যাশনাল লিমিটেডের ঠিকাদার গোলাম মোর্শেদ বলেন, ‘শিগগিরই কাজ শেষ করা হবে। এই প্ল্যান্টের ধারণক্ষমতা ১০ হাজার ৪৩৪ লিটার। এতে একবার লিকুইড (তরল) ভরা হলে তা থেকে উৎপাদিত অক্সিজেন ১০০ জন রোগী তিনমাস ব্যবহার করতে পারবেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন