আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের হরমোনের ভারসাম্যহীনতার কারনে মেয়েদের যে শারীরিক পরিবর্তন হয় ও এর ফলে সৃষ্ট সমস্যা গুলি সম্পর্কে বলব।
শরীরে অতিরিক্ত মেদ জমা।
ঠোঁটের নিচে, গালে বা চিবুকে কখনোবা বুকে, পেটে, পিঠেও পুরুষালি লোম গজায়।
পিরিয়ডের গোলমালের সুত্রপাত হয়, শুরুতে দুই-তিন মাস পরপর পিরিয়ড হয়। কখনোবা হরমোনের তারতম্য বেশি হলে বছরে দুই-তিনবার বা তারও কম পিরিয়ড হয়। কারো আবার অতিরিক্ত ব্লিডিং হয়। বিবাহিতাদের সন্তান ধারণে সমস্যা হয় অনিয়মিত পিরিয়ডের জন্য।
অনেক ক্ষেত্রেই ইনফার্টিলিটির এক অন্যতম কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।
অনিয়মিত মাসিক এবংবন্ধ্যাত্বের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ৷
নারীদের এই সমস্যার একটি উন্নত চিকিৎসা হলো হোমিওপ্যাথি। প্রপার কেইস টেকিং এবং বিস্তারিত পর্যালোচনা করে হোমিও চিকিৎসা দিলে এই সমস্যা ঠিক হওয়া সময়ের ব্যাপার মাত্র।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন