সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বুধবার, ৪ আগস্ট, ২০২১

পালংখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব

 



মোঃ শহিদ উখিয়া। 

উখিয়া উপজেলার পালংখালীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, গত ৪ আগষ্ট বিকাল ৪টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া উপজেলার পালংখালী বাজারের দক্ষিণে ছেনোয়ারা মেডিকেল হল ফার্মেসীর সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পালংখালী মোছারখোলার মোঃ আলমের পুত্র জাফর আলম (২১) এবং পূর্ব ফারিরবিলের আবু তাহেরের পুত্র মোঃ জুনায়েদ (২১) কে একটি পলিথিন ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়।


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot