সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

রবিবার, ৮ আগস্ট, ২০২১

পটুয়াখালীতে ধর্ষণ মামলার আসামী আবু বক্কর র্্যাবের হাতে গ্রেপ্তার




পটুয়াখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামী সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আবু বক্কর সিদ্দিককে (২৫) গ্রেফতার করেছে র্যা ব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
র্্যাব জানায়, ৮ আগস্ট রোববার সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল লেঃ কমান্ডার মো. শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নেতৃত্বে দুপুর ১২টার দিকে সদর রোডস্থ প্রেসক্লাব এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এ সময় র্্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে জেলার কলাপাড়া থানার মামলা নং-২১, জিআর নং-১৪৯, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী)২০০৩ এর ৭/৯(১)) এর ধর্ষন মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মো. আবু বক্কর সিদ্দিক, পিতা-মোঃ মসহীন হাওলাদার, সাং-পাঁচজুনিয়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী বলে র্্যাব জানায়।
 গ্রেফতারকৃত আসামীকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের লেঃ কমান্ডার শহিদুল ইসলাম জানান। ধৃত আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  বলে জেলা ছাত্রলীগের একাধিক ছাত্র নেতা জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot