সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

গাজীপুরে লকডাউন অমান্য করায় ৪০টি বাস আটক




ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর)

সারা দেশে চলছে কঠোর লকডাউন। এই লকডাউনে বন্ধ থাকবে বাস। কিন্তু  লকডাউন অমান্য করে গাজীপুরে চলতে দেখা গেছে বাস।  আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজর থাকায় সেই বাস গুলোকে আটক করা হয়। এই সময় বাসে যাত্রী দেখা যায়। 

গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলার চন্দ্রায়  লকডাউন অমান্য করে যাত্রী বহন করেছে  ৪০টি বাস। এই সব বাসকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ ০৬ আগষ্ট শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী এসব বাস আটকে করে তারা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,  লকডাউন অমান্য করে বেশি ভাড়া নিয়ে  মহাসড়কে রাতে যাত্রবাহী গণপরিবহন চলাচল করে। 

আজ শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্ট দিয়ে বাস অতিক্রম করার সময় এই সব বাসকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।  গাজীপুর রিজিয়ানের পুলিশ সুপার আলী আহমেদ খানের নির্দেশনায় এই  ৪০টি উত্তরবঙ্গগামী বাস আটক করা হয়। লকডউন অমান্য করায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, আমরা সব সময় মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছি। আমরা সরকারের লকডাউন শুরু থেকেই কঠোর অবস্থান নিয়ে মহাসড়কে অবস্থান করছি। লকডাউন বাস্তবায়নে হাইওয়ে পুলিশ সর্বসময় কঠোর অবস্থানে রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot