সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

মধ্যনগরে উপজেলা নির্বাহীর সফর



বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার নবঘোষিত উপজেলা মধ্যনগর সদরে সফর করলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ।

আগামীকাল ৭জুলাই শনিবার মধ্যনগর উপজেলায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ডিসি মোঃজাহাঙ্গীর হোসেন এর শুভ আগমন উপলক্ষে স্থানীয় ব্যাক্তিদের নিয়ে পূর্বপ্রস্তুতি মুলক সফর করেন  ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা। মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয়,থানা,রেষ্টহাউস সহ বিভিন্ন স্থান সফর করেন। সঙ্গী হিসেবে ছিলেন ধর্মপাশা উপজেলা পরিবারের সদস্যবৃন্ধ,মধ্যনগর থানা আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন তালুকদার,মধ্যনগর যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,এস আই পিযুস দেবনাথ,ডিএসবি সদস্য রাজু আহম্মেদ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot