সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

শনিবার, ৭ আগস্ট, ২০২১

মধ্যনগরবাসী টিকা নিতে আগ্রহী, গণহাড়ে টিকা ১৪ থেকে ১৯জুলাই



অমৃত জ্যোতি বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা  সদরে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আগ্রহ পরিক্ষা মূলক টিকাদান ক্যাম্পিং ৭ ই জুলাই মধ্যনগর সদর ইউনিয়নে প্রস্তুতি নেন ধর্মপাশা উপজেলা  কতৃপক্ষ।সকাল ৮ টা থেকে টিকা দেয়ার কথা থাকলেও ভোর সাড়ে ৬টা থেকে ভির জমতে শুরু করে।তবে মধ্যনগর সদরে টিকার আগ্রহীদের উপস্থিতি ছিল প্রায় ৩সহস্রাধিক।টিকা নাপেয়ে অনেকেই ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরেছেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ প্রতিনিধিকে জানান কোভিড ১৯ মোকাবেলায়  ৭জুলাই জনমানুষের আগ্রহ যাচাইয়ের জন্য উপরমহলের নির্দেশানুযায়ী নিদৃষ্টতার মধ্যে টিকাদান ক্যাম্পিং হয়েছে ।

যা বুঝা গেল টিকা গ্রহনেএলাকাবাসী যথেষ্ট আগ্রহী,আগামী ১৪-থেকে ১৯শে জুলাই গণহাড়ে টিকাদান কর্মসূচি চলবে।অবশ্যই কাউকে ফিরে যেতে হবে না এবং মধ্যনগর থেকেই টিকা নিতে পারবেন এঅঞ্চলের জনমানুষ।এসময় উপস্থিত জনমানুষের মাঝে মাস্ক বিতরণ করেন মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot