সূর্যের প্রখরতা মেপে,
জৈষ্ঠের ভেপসা গরম আমায় আলিঙ্গন করে,
তার বিশাক্ত লালায়, পুরো শরীরে...
লেপ্টে দিয়েছে দুর্গন্ধময় কোন পারফিউম।
তোমাকে লেখা ডাইরিটা, সূর্যের মুখে ধরে,
ক্লান্ত শ্রান্ত হয়ে বহু কষ্টে...
সম্মুখে এসে একটু হেসে দাঁড়ালাম শেষে।
তোমার দৃষ্টির শীতল তীর,
আমার দুটি চোখ ছুঁয়ে ছিল আগেই।
আর তাই, কয়েকবার তুমি পলক ফেললেও,
আমার চোখের পাতা একবারও নোয়াতে পারিনি।
তোমার দন্ত-স্ফুলিঙ্গ, ঐ ললাট ফুরে
বেরুতেই...
আকাশে মেঘ ডেকে, অঝোর ধারায়...
সিক্ত করে দিলো আমায়।
তুমি বৃষ্টি ছুঁতে হাত বাড়াতেই,
বৃষ্টির জল ছুঁড়ে, ভিজিয়ে দিলাম তোমার চুল।
নিজেকে সামলে নিতে, তুমি ঘুরে দাঁড়াতেই,
তোমার কাঁক ভেজা চুল,
আমার অবয়ব ছুঁয়ে দিলো।
এরপর,
গভীর রাতে বেডরুমের নিমজ্জিত অন্ধকারে,
ফিসফিস করে, আহ্লাদ ভরে, দিয়েছিলে ছুঁড়ে...
তোমার চুল ভেজানো মিথ্যে নালিশ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন