মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার দুপুর ২ টা ২০ মিনিটে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের জিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩২)। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নজিপুর থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এসময় স্থানীয়দের সহায়তায় আহত ১১ জনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও একজনকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট (স্থানান্তর) করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেওয়ার পথে শরিফুল ইসলামের মৃত্যু হয়। বাকি ছয়জন শঙ্কামুক্ত। এ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দীন মাহমুদ।#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন