মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মোসলেম উদ্দিন (৫৩) নামে এক চার্জার ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোল্লাকুড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোসলেম উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের মৃত আয়েব উদ্দিনের ছেলে।
মহাদেবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শাহজাহান আলী বলেন, ‘সকালে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে মোসলেম উপজেলার নওহাটা মোড়ের দিকে যা”িছলেন। পথিমধ্যে মোল্লাকুড়ি মোড় এলাকার আরিফ মেমোরিয়াল কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিলে অব¯’া আশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ¯’ানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, আইনগত ব্যব¯’া প্রক্রিয়াধীন।#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ, ২৯.০৪.২১, ০১৭১২৩৩৭২৮৩



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন