সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

কুষ্টিয়ার মিরপুর ভুমি অফিসে দুঃসাহসিক চুরি!

জীবন শেখ, কুষ্টিয়া:  কুষ্টিয়ার মিরপুর ভুমি অফিসে গেল রাতে পিছনের জানালা ভেঙ্গে সার্ভেয়ার ও নাজিরের কক্ষে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
সংবাদ পেয়েই সকালে মিরপুর উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মেয়র, মিরপুর ও ইবি থানা নিয়ে গঠিত মিরপুর সার্কেলের সিনিয়র এএসপি, মিরপুর থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য,৯ অক্টোবর-২০১৭ সালে রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও সাব-রেজিষ্ট্রি অফিসে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।
চোরদল ইউএনও অফিসের নাজির মোস্তাফিজুর আহম্মেদের কক্ষে  প্রবেশ করে, নগদ ৪২ হাজার
টাকা চুরি করেছিল। সেই সঙ্গে তৎকালীন সাব-রেজিষ্ট্রার অঞ্জু দাসের কক্ষ থেকে মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরির সংবাদ পেয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তৎকালীন (মিরপুর-ইবি সার্কেল) নুর-ই আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও অফিসে দুঃসাহসিক ওই চুরির ঘটনায় সে সময় ইউএনও অফিসের নৈশ প্রহরী সেলিম উদ্দিন,
মুক্তার হোসেন, আরিফুর রহমান সাব-রেজিষ্ট্রি অফিসের নাইট গার্ড কামাল হোসেন ও স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot