সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে নওগাঁর মান্দায় ভ্রাম্যমান আদালতে ১জনের কারাদন্ড

 



আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার সতিহাটে হলুদের মিলে, নকল হলুদ তৈরী মিলের সন্ধান পাওয়ায়, গোয়েন্দা সংস্থার এন এস আই এর  সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হালিম।

আজ সোমবার ৮ মার্চ বিকেল ৫ টার দিকে ওই হলুদের মিলে এ অভিযান পরিচালনা কালে দেখা যায় মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের সতিহাট বাসষ্ট্যান্ড এলাকার শ্রীরামপুর রোডের পার্শ্বে সোহেল রানা নামের এক ব্যক্তির হলুদের মিলে অস্বাস্থ্য পরিবেশে হরেক রকম ক্ষতিকর দ্রব্য দিয়ে তৈরী করেন হলুদ, হাজার পাওয়ারের রং, ইট, কাঠ, পশুর খাদ্য ব্যান্ডের গুড়া ও অরর্জিনাল হলুদ মিশ্রণ করে পাউডার করে তৈরী হচ্ছে নকল হলুদ।

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মিল মালিক সোহেল রানা পালিয়ে যায়, মালামাল জব্দসহ মিলটি সিলগালা করে কর্মরত আব্দুল লতিফ নামের এক শ্রমিককে ১ মাসের কারাদন্ড ও কারখানার মালিক পলাতক সোহেল রানাকে দ্রুত গ্রেফতারের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মান্দা উপজেলা নির্বাহী অফিসার, মান্দা থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।

অভিযানকালীন মান্দা থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্যগণ উপস্থিত ছিলেন।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইট ও কাঠের গুড়া এবং পশুর খাবার মিশ্রিত এই হলুদ মান্দার খোলা বাজারে বিক্রি হয়ে থাকে। এই ভেজাল ও নিম্নমানের হলুদ, মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর প্রভাবে স্বাস্থ্যগত সমস্যা বড় রকম সমস্যা সৃষ্টি হবে,
বাঁকি মিলারদের কে কঠোর সর্তকতা মূলক হুঁশিয়ারি দেয়া হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।#

আতাউর শাহ্
নওগাঁ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot