জীবন শেখ, কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার অাইলচারা ইউনিয়নের বল্লভপুর মোড় হইতে পাশ দিয়ে বয়ে যাওয়া জিকে ক্যানালের উপরে রাতের আধারে দোকান নির্মাণের জন্য হিড়িক পড়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,জিকে ক্যানালের ভিতর রাতের অাধারে দোকান নির্মাণের জন্য একটি চক্র পাকা করে রড দিয়ে দোকান তৈরিতে ব্যাস্ত। অনুসন্ধানে যানা যায়,মোঃ মোফাজ্জেল হোসেনের ছেলে অাশরাফুল ইসলাম সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে সেখানে দোকান ঘর নির্মানের জন্য ঢালাই করে রড দিয়ে দোকান তৈরি করছে। এই দোকান নির্মাণকে কেন্দ্র করে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।এ ব্যাপারে অাশরাফুল জানান,সবাই করে তাই অামিও করি। আমি দল করি কোন সমস্যা হবে না!



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন