সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বুধবার, ২৪ মার্চ, ২০২১

কুষ্টিয়ায় অস্ত্র,গুলি,হেরোইন ও গাঁজাসহ ২ জন আটক

জীবন শেখ, কুষ্টিয়া: কুষ্টিয়া র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমান হেরোইন, অস্ত্র,ম্যাগজিন, গুলি,গাজা সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। র‍্যাবের অভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন দোলুয়া গ্রামের ফারদেছ আলীর নির্মানাধীন এক চালা টিনের ঘরের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১টি বিদেশী পিস্তুল,২টি ম্যাগাজিন,১৬ রাউন্ড গুলি,১ কেজি ২০০ গ্রাম হেরোইন,যাহার মূল্য অনুমান ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ টাকা), ৯০০ গ্রাম গাঁজা,মূল্য অনুমান ১৮০০০/-টাকা সহ ২ জন আসামী ১। মোঃ জাহিদুল ইসলাম @ জনি (৩৬), পিতা-মোঃ ফারদেছ আলী, ২। মোঃ ফারদেছ আলী (৬২), পিতা-মৃত-আঃ খালেক, উভয় সাং-মির্জাপুর,থানা-ভেড়ামারা ,জেলা-কুষ্টিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আটককৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামীদেরকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot