মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জেসমিন আকতার (২২) নামের এক গৃহবধূ যৌতুকের বলি হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাইগাঁ ইউনিয়নের শিয়ালী গ্রামে। এ ঘটনায় ওই গৃহবধূর মামা বাদি হয়ে শুক্রবার দুপুরে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ও ¯’ানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিয়ালী গ্রামের বাসিন্দা ও জেলার পতœীতলা উপজেলার ডাবরকুড়ি গ্রামের মৃত আদম আলীর ছেলে মাহবুবুল আলম গত বৃহস্পতিবার দিবাগত রাতে যৌতুকের দাবিতে শয়ন ঘরে হাত-পা বেঁধে তার স্ত্রীকে নির্যাতন করে। রাতের কোন এক সময় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে (জেসমিন) হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ঘাতক স্বামীকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন