মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, থানার ওসি আজম উদ্দিন মাহমুদ।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদিউজ্জামান বদি, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলিসহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ
 


 
 

 
 
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন