সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

সোমবার, ১ মার্চ, ২০২১

মহাদেবপুর থানায় নয়া ওসি’র যোগদান


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর থানায় নয়া অফিসার ইনচার্জ যোগদান করেছেন। রোববার সন্ধ্যায় আজম উদ্দিন মাহমুদ ওসি হিসেবে এ থানায় যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার ব্রাম্মণপাড়া থানায় ওসি হিবেবে কর্মরত ছিলেন। থানায় পৌঁছলে অন্যান্য অফিসাররা তাকে ফুলেল শুভে”ছা জানান। তিনি ২০০৪ সালে এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। বিভিন্ন সময় চট্রগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব প্রভৃতিতে দায়িত্ব পালন করেছেন। নয়া ওসি বলেন, ‘ন্যয় বিচারের পক্ষে কাজ করবেন। সাধারণ জনতাকে আইনের ব্যাপারে সচেতন করে তুলতে এবং পুলিশের সেবা নিতে কেউ হয়রানীর শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখবেন’#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ, ০১.০৩.২১, ০১৭১২৩৩৭২৮৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot