সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

নওগাঁয় মাদক মামলায় ১জনের ১০ বছরের কারাদন্ড

 




শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ

নওগাঁ জেলার পোরশা উপজেলার গ্যালুয়া পাড়া নামক স্থান থেকে ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের মামলায় ১জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড,
অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। উভয় পক্ষের শুনানী শেষে সোমবার
দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার এই রায় প্রদান করেন। মামলায় দন্ডপ্রাপ্ত হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর বার রশিয়া
করিম হাজির টোলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ রফিকুল ইসলাম(৫০)। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ ইং সালের ৮ মার্চ নওগাঁ জেলার পোরশা উপজেলার গ্যালুয়া পাড়া নামক স্থানে চাপাইনবাবগঞ্জ থেকে সরাইগাছী গামী যাত্রীবাহী ঢাকা মেট্রা জ-০৪-০৩২৪ বাসটি
নওগাঁর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি মাদক বিরোধী টিক ত্ল্লাশী করে রফিকুল ইসলাম এর নিকট থেকে ৭ শত পিস ইয়াবা সহ তাকে কে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর পরিদর্শক সবুজ চন্দ্র দেব নাথ বাদী হয়ে পোরশা থানায় থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় পোরশা থানায় ৮ মার্চ ২০১৬ সালে ২নং মামলা
করেন যাহার জিআর নং ৩০/১৬ পোরশা ও সেসান মামলা নং ৯৭১/২০১৬।
মামলায় রফিকুল ইসলামকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী
(এপিপি) অ্যাডভোকেট মীর ইফতিখার রহমান বলেন, রাষ্ট্রপক্ষ মনে করে এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞ বিচারক সঠিক ও যৌক্তিক রায় দিয়েছেন। অপর দিকে অ্যাডভোকেট
প্রকাশ চন্দ্র মন্ডল আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot