মোঃ মোনায়েম হোসাইন (রাজু)
শিক্ষা সম্পাদক,
আজ ৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় কবি ফররুখ আহমদ-পুত্র সাংবাদিক-কবি আহমদ আখতার (৬০) ইন্তেকাল করেছেন [ ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ] । আজ বিকেলে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে নিকটবর্তী বেটার লাইফ হাশপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার পরীক্ষা করার পর জানান বাসায় দ্বিতীয় দফা স্ট্রোক হবার পরই তিনি ইন্তেকাল করেন। এর আগে কিডনির চিকিৎসা চলাকালিন এক দফা স্ট্রোক হয় তার। এরপর গণস্বাস্থ্য নগর হাশপাতাল ও পরে ইসলামী ব্যাংক হাশপাতালে চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে সপ্তাহখানেক আগে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তিনি ছিলেন কবি ফররুখ আহমদের বেচে থাকা ছেলেদের মধ্যে বড়। তিনি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব-এডিটর ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় সাব-এডিটর হিসেবে কাজ করেছেন। তিনি দুই ভাই স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।তিনি ৮০’র দশকের একজন খ্যাতিমান কবি ছিলেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন