জীবন শেখ, কুষ্টিয়া:
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৮টি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ
অধিদপ্তর। এই অভিযানে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত
ছিলেন। অভিযানে ২৫ লক্ষ টাকা জরিমানা ও ১ টি ইটভাটায় গুঁড়িয়ে দেয়।
আজ কুষ্টিয়ায় ৭টি ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা ও একটি টিনের চুল্লি ভাটা গুঁড়িয়ে দেয়
বারখাদা
উত্তর পাড়া এলাকার এন.বি.সি ও এস.এস ব্রিরিকস্ এর প্রোপাইটর সিহাব উদ্দিন
এর কাঠ ফারাই মিল গুঁড়িয়ে দেয় এবং ৬ লক্ষ টাকা জরিমানা, জে.এস.টি
ব্রিরিকস্ এর প্রোপাইটর মুনমুন আলম জীবন কে ৫ লক্ষ টাকা জরিমানা, এম.আই.এইচ
ব্রিরিকস্ এর প্রোপাইটর মোঃ ইমাম আজাদ (বাবু) এর ভাটায় কাঠ ফারাই মিল
গুঁড়িয়ে দিয়েছে এবং ২লক্ষ ৫০ হাজার টাকা, কে.এ ব্রিরিকস্ এর প্রোপাইটর
আশরাফুলের টিনের চুল্লি ভাটা গুঁড়িয়ে দেয়, পি.এম. ব্রিরিকস্ এর
প্রোপাইটর মেহেদী হেলাল কে ২ লক্ষ ৫০ হাজার টাকা, মা বাবার দোয়া ব্রিরিকস্
এর প্রোপাইটর কে ৫ লক্ষ টাকা ও কে.পি ব্রিরিকস্ এর প্রোপাইটর কে ৪ লক্ষ
টাকা জরিমানা আদায় করে।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন