জীবন শেখ,কুষ্টিয়া: হরিপুর বাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত ২, আটক ১
কুষ্টিয়ায় আবারও
বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। এবার হরিপুর বাজারে কিশোর গ্রুপের সংঘর্ষে
ছুরিকাঘাতে আহত হয়ে দুই জন হাসপাতালে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে
কিশোর গ্যাং এর একজনকে আটক করেছে পুলিশ। বাকীদের ধরতে অভিযান চালাচ্ছে
পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কুষ্টিয়া সদর উপজেলা ১ নং হাটশ হরিপুর
বাজারে উপর অাজ সকাল ১১ টার সময় দুই কিশোরকে ধারালো ছুরি দিয়ে অাঘাত করে
কিশোর গ্যাংয়ের সদস্যরা।
হরিপুর ৩ নং ওয়ার্ডের ইলেকটিক মিস্ত্রি
অাব্দুল কুদ্দুসের ছেলে তামিম ইসলাম জয় ( ১৯) মঠরসাইকেল চালিয়ে হরিপুর ৮ নং
ওয়ার্ডের শালদাহ গ্রামে গেলে রাস্তা পাড়াপারকে কেন্দ্র করে ঐ এলাকার
অাকমালের ছেলে অাকাশ ( ১৭) ও অালাউদ্দিনের ছেলে ইমন ( ১৮) দুই কিশোর
গ্যাংয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে অপর কিশোর গ্যাংয়ের তামিম
ইসলাম জয় ও তার বন্ধু সাগরকে মারধর করে। তারই জেরধরে অাজ সকাল ১১ টায়
হরিপুর বাজারের উপর জয়। ইমন ও অাকাশকে ছরি দিয়ে অাঘাত করে প্রতিপক্ষ কিশোর
গ্যাং।
পরে স্থানীয় দোকানীরা তামিম ইসলাম জয়কে ধরে পুলিশে দেয়। অাহত
অবস্থায় স্থানীরা উদ্ধার করে দুইজনকে অটোরিক্সায় করে কুষ্টিয়া জেনারেল
হাসপাতালে নিয়ে ভর্তি করে।
তামিম ইসলাম জয় নামে এক জনকে অাটক করা হয়েছে বলে আপডেট কুষ্টিয়াকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন