সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১

নওগাঁয় ট্রাক্টরের চাপায় স্বামী-স্ত্রী দু'জন নিহত, মেয়ে আহত


নওগাঁয় ট্রাক্টরের চাপায় স্বামী ও স্ত্রী দু'জনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। একই দূর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মান্দা উপজেলার মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের গোয়ালপাড়া নামক স্থানে।
স্থানিয় সুত্রে জানাগেছে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের সইবর আলী তার স্ত্রী রেহেনা বেগম ও মেয়ে শাকিলা মোট ৩ জন একটি মোটর সাইকেলে করে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে ঘাতক ট্রাক্টরের চাপায় দূর্ঘটনাস্থলেই রেহেনা বেগম এর মৃত্যু হয় এবং সইবর আলী ও মেয়ে শাকিলা কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দ্বায়িত্বরত চিকিৎসক সইবর আলীকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর জখম অবস্থায় মেয়ে শাকিলাকে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় রেখেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে দূর্ঘটনাস্থলে পুলিশ পৌছে দূর্ঘটনাস্থলে নিহত এক নারীর মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে একই সময় দূর্ঘটনা কবলীত ট্রাক্টর ও ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। এছাড়া পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীতে সইবর আলীর মৃত্যু হয়েছে জানিয়ে ওসি আরো বলেন, এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পস্তুতি চলছে।
একই সাথে সড়ক দূর্ঘটনায় স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সহ মেয়ে জখম অবস্থায় হাসপাতালে ভর্তির ঘটনায় নিহতদের স্বজন সহ প্রতিবেশী লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot