জীবন শেখ, কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহে মাকে হত্যা করে সন্তান। এক মাস ৪দিন পর পুকুরে লুকিয়ে রাখা বস্তাবন্ধ লাশ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার দূপুরে হতভাগিনী মায়ের জানাজা পোড়াদহ দক্ষিণ কাটদহ মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার কয়েক শত ত্যেহিদী জনতা অংশ গ্রহন করেন। হক্কানী দরবারের পরিচালক এম খালিদ হোসাইন সিপাহী জানাজা অনুষ্ঠানে অংশ করেন। তিনি এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি অবিলম্বে ওই কুখ্যাত কুলাঙ্গার সন্তানের ফাঁসির দাবী করেন।
এলাকাবাসীও পাষন্ড ওই সন্তানের ফাঁসির দাবী করেছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন